আটা,ময়দা বা চালের পোকা থেকে মুক্তি পেতে করনীয়

আটা,ময়দা বা চালের পোকা থেকে মুক্তি পেতে করনীয়
গমের আটা, ময়দা বা চালের গুঁড়া দীর্ঘদিন ঘরে রাখলে সেখানে পোকামাকড়ের সৃষ্টি হতে পারে। সাদা, কালো অথবা বিভিন্ন রঙের পোকা দেখা দিলে তা ঠেকাতে কিছু কার্যকরী উপায় রয়েছে। প্রথমত, আটা বা ময়দা যদি পোকায় আক্রান্ত হয়, তবে তা ছেঁকে নিলে পোকামাকড় বের হয়ে যাবে। এক্ষেত্রে মিহি সুতির কাপড় বা চালুনি ব্যবহার করা যেতে পারে। এছাড়া, আটা বা ময়দা ফ্রিজে রাখাও একটি কার্যকরী উপায়। ময়দা ছেঁকে একটি বায়ুরোধী পাত্রে ভরে ফ্রিজে দুই দিন রাখতে হবে। কম তাপমাত্রা পোকামাকড়ের বৃদ্ধির গতি ধীর করে এবং ডিমের অঙ্কুরোদ্গমন রোধ করে। তারপর ময়দা আবার ছেঁকে নিলে অবশিষ্ট পোকামাকড় ও ডিম বের হয়ে যাবে। এছাড়া, ময়দা রাখার পাত্রটি পরিষ্কার এবং বায়ুরোধী হওয়া উচিত। পরিবেশ যদি আর্দ্র হয়, তাহলে পোকামাকড় দ্রুত বৃদ্ধি পেতে পারে, তাই আটা-ময়দা রাখা জায়গাটিও শুকনো এবং পরিষ্কার রাখা প্রয়োজন। রোদে ময়দা শুকানোর পরও পোকামাকড় দ্রুত দূর হয় এবং পরে এটি ছেঁকে সংরক্ষণ করা যায়।